বরিশালে যুবলীগ নেতা নয়ন গ্রেপ্তার

বরিশালে যুবলীগ নেতা নয়ন গ্রেপ্তার

বরিশালে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার নয়ন বৈষ্ণব ভোলা বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খাঁন এ তথ্য জানান। 

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বাকাল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা যতীশ চন্দ্র বৈষ্ণবের ছেলে নয়ন বৈষ্ণব ভোলাকে গ্রেপ্তার করেছে।

থানা পুলিশ সূত্র জানায়, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাতুল ইসলাম শাহেদের মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় ২০২৫ সালে ১২ জানুয়ারি থানায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার যুবলীগ সভাপতি নয়ন বৈষ্ণব ভোলাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150432