শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিতে প্রতিপক্ষ পাকিস্তান

শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিতে প্রতিপক্ষ পাকিস্তান

স্পোর্টস ডেস্কঃ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। অপেক্ষা ছিল গ্রুপ চ্যাম্পিয়ন  হয়ে, নাকি রানার্সআপ হয়ে শেষ চারে যাবেন আজিজুল হাকিম তামিমের দল।

সেই অপেক্ষার পালা শেষ হয়েছে। আজ ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনাল খেলবে বাংলাদেশ।

৩৯ রানের জয় পাওয়া যুবাদের শেষ চারে প্রতিপক্ষ পাকিস্তান। অন্য সেমিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের সেরা ভারত। আগামী ১৯ ডিসেম্বর হবে দুটিই ম্যাচই। 
 দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে ১৮৬ রানে অলআউট করে বাংলাদেশ। এতে ২২৬ রানের লক্ষ্য দিয়ে ৩৯ রানের জয় পায় বাংলাদেশ। ইকবাল হোসেন ইমনের পেস এবং সামিউন বশিরের স্পিন জাদুতে দলীয় ৪৪ রানে ৪ উইকেট তুলে নেয় আজিজুল তামিমের নেতৃত্বাধীন দল।
উইকেট ভাগাভাগি করে নেন দুই সতীর্থ।

শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংস পরে গুঁড়িয়ে দেন শাহরিয়ার আহমেদ। বাঁহাতি স্পিনে লঙ্কানদের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম ব্যাটারকে আউট করেন তিনি। শেষ দিকে আদহাম হিলমি ৩৯ রানের ইনিংস খেলে পরাজয়ের ব্যবধান কমিয়েছেন। সর্বোচ্চ ৪১ রান করেছেন চামিকা হিনাতিগালা।

৩টি করে উইকেট নিয়েছেন ইমন-সামিউন।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরুর পরেও ২২৫ রানে অলআউট হয় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৮৪ রান যোগ করেছিলেন জাওয়াদ আবরার ও রিফাত বেগ। ওপেনার রিফাতের ৩৬ রানের বিপরীতে সর্বোচ্চ ৪৯ রান করেন জাওয়াদ। তাদের মতো সেট হয়েও বড় ইনিংস খেলতে পারেননি আজিজুল তামিম ও কালাম সিদ্দিকী। 

সিদ্দিকীর ৩২ রানের বিপরীতে ২৯ রান করেন অধিনায়ক আজিজুল তামিম। তবে মাঝে ২২ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং ধসে পড়ে বাংলাদেশ। শেষ দিকে ফরিদ হাসান ২৯ রানের ইনিংস খেলে বাংলাদেশকে দুইশোর্ধ্ব সংগ্রহ এনে দেন। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪ ‍উইকেট নিয়েছেন কাভিঝা গামেজ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150426