হিলি স্থলবন্দরে পুনরায় আমদানি-রপ্তানি শুরু

হিলি স্থলবন্দরে পুনরায় আমদানি-রপ্তানি শুরু

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: বিজয় দিবস উপলক্ষে একদিন ছুটি শেষে দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২ টার পর ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে এই আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হয়। এতে করে বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্যতা।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি কাষ্টমস সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফৈরদৌস রহমান। তিনি জানান মহান বিজয় দিবস উপলক্ষে গত মঙ্গলবার ভারতের সাথে এই বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম ও বন্দরের আভ্যন্তরীণ কার্যক্রম বন্ধ ছিল। তবে ইমিগ্রেশন চেক পোস্ট দিয়ে পার্সপোট যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150412