মেসিকে ১১ কোটি টাকার অতিবিরল ঘড়ি উপহার দিলেন অনন্ত আম্বানি
স্পোর্টস ডেস্কঃ ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসিকে একটি অতিবিরল ঘড়ি উপহার দিয়েছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি। সম্প্রতি ভারত সফরে এসে অনন্ত আম্বানির বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণ কেন্দ্র ‘ভান্তারা’-তে যান মেসি। সেখানেই আর্জেন্টাইন তারকাকে ১০ দশমিক ৯ কোটি রুপি মূল্যের বিলাসবহুল ঘড়িটি উপহার দেন এই শিল্পপতি।
সীমিত সংস্করণের ঘড়িটি বিশ্বে তৈরি হওয়া ১২টির একটি। যেটি হলো 'রিচার্ড মিলির আরএম০০৩-ভি২ জিএমটটি ট্যুরবিলিয়ন এশিয়া এডিশন'। বিশেষ ঘড়িটিতে রয়েছে ম্যানুয়াল-ওয়াইন্ডিং টুরবিয়ন মুভমেন্ট, যা ঘণ্টা, মিনিট ও ডুয়াল টাইম-জোন প্রদর্শন করতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস টুডের এক প্রতিবেদনে বলা হয়, ঘড়িটিতে আরও আছে ফাংশন সিলেক্টর, পাওয়ার রিজার্ভ ইন্ডিকেটর ও টর্ক ইন্ডিকেটর। কালো কার্বন কেস ও টাইটানিয়াম বেসপ্লেটের ওপর স্কেলেটন ডায়ালে এসব বৈশিষ্ট্য দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করা হয়েছে।
ঘড়ির ৩৮ মিলিমিটারের কেসটি তৈরি করা হয়েছে কার্বন টিপিটি উপাদানে, যা মূলত মহাকাশ প্রযুক্তি ও ফর্মুলা ওয়ান রেসিংয়ের জন্য তৈরি করা। ঘড়িটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো স্যাফায়ার ডিস্ক। যার কারণে সাদা অংশের ওপর কালো ঘণ্টার সংখ্যা আলোর মতোই জ্বলজ্বলে দেখা যায়।
এই বিরল রিচার্ড মিল ঘড়িটির মালিকানা রয়েছে বিশ্বের কয়েকজন বিশিষ্ট ব্যক্তির। তাদের মধ্যে আছেন ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ, ফর্মুলা ওয়ান চালক মিক শুমাখার, সাবেক এফআইএ সভাপতি ও ফেরারি টিম প্রধান জঁ টড।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150411