৭ দফা দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকালো ছাত্রজনতা
নারায়ণগঞ্জে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর গাড়ি আটকে রেখে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে শহরের বিকেএমইএ’র প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রশক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, এনজিবি ও ওয়ারিয়র্স অফ জুলাইয়ের নেতাকর্মীরা স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি সামনে রেখে অবস্থান নেন। এ সময় তারা শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার মূল আসামি গ্রেপ্তারসহ সাত দফা দাবি উত্থাপন করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বিকেএমইএ’র উদ্যোগে জেলা পুলিশ ও শিল্প পুলিশ-৪-এর কাছে ছয়টি পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠান শেষে সেখান থেকে বের হওয়ার সময় তার গাড়ি অবরোধ করা হয়। এতে তিনি প্রায় আধাঘণ্টা অবরুদ্ধ ছিলেন।
বিক্ষোভকারীদের সাত দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো— লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার, সীমান্তে হত্যা বন্ধ, শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনায় মূল আসামি গ্রেপ্তার এবং আওয়ামী সন্ত্রাসীদের পুনর্বাসনে তদবির বাণিজ্য বন্ধ।
পরে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সরে যান। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শরিফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
তিনি আরও বলেন, আন্দোলনকারীদের উত্থাপিত দাবিগুলো যৌক্তিক এবং সেগুলো বাস্তবায়নে সরকার কাজ করছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150410