‘বিজয়ের আলো’তে গাইলেন তারা বিজয়েরই গান
অভি মঈনুদ্দীন ঃ গতকাল ছিলো মহান বিজয় দিবস। বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনে গতকাল ১৬ ডিসেম্বর রাত দশটায় প্রচারিত হয়েছে বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘বিজয়ের আলো’ অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানে বেশ কয়েকজন সঙ্গীতশিল্পী দু’টি দেশাত্ববোধক গান পরিবেশন করেছেন। একটি ‘দুর্গম গিরি, কান্তার- মরু, দুস্তর পারাবার হে!, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার’ ও ‘তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবোরে’।
‘দুর্গম গিরি’ গানটি লিখেছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। গানটির সুর করেছিলেন নিতাই ঘটক, যিনি কবি কাজী নজরুল ইসলামের সঙ্গীত-সহচর ও স্বরলিপিকার ছিলেন। ‘তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবোরে’ গানটি লিখেছেন ও সুর করেছেন আপেল মাহমুদ। আপেল মাহমুদ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে স্বাধীন বাংলা বেতার কে›ন্দ্র হতে প্রচারিত ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানের গায়ক হিসেবে সবচেয়ে বেশি পরিচিত।
দেশাত্ববোধক গান ছাড়াও তিনি রবীন্দ্রসঙ্গীত, লালনগীতি, গণসঙ্গীত ও আধুনিক ধারার গান গেয়েছেন। সঙ্গীতে অবদানের জন্য তিনি ২০০৫ সালে একুশে পদকে ভূষিত হন। বিটিভিতে প্রচারিত হওয়া ‘বিজয়ের আলো’ অনুষ্ঠানে এই দুটি গান গেয়েছেন নোলক বাবু, এইচএম আলাউদ্দিন, তানজিন মিথিলা, অনিরুদ্ধ শুভ, নুযহাত সাবিহা পুষ্পিতা, অনিন্দিতা সাহা অথৈ, মেঘলা রহমান, পিয়া সরকার, আরমিন জামান, ফারিহা জাহান, রাকা পপি, শিলা দেবী, জয় দীপু সুত্রধর।
বিজয়ের আলো’ অনুষ্ঠানে গান গাওয়া প্রসঙ্গে ২০২৩ সালের সেরাকন্ঠ’র শীর্ষে থাকা সঙ্গীতশিল্পী ময়মনসিংহের সন্তান অনিরুদ্ধ শুভ বলেন,‘ বিজয়ের মাসে বিজয়ের দিনে তাও আবার জাতীয় প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনে এমন দুটি গানে শিল্পী হিসেবে অংশগ্রহনে থাকা অনেক ভালোলাগার। আমরা সবাই মিলে চেষ্টা করেছি গানটি যথাযথভাবে গাইতে। ধন্যবাদ বিটিভি কর্তৃপক্ষকে এই দুটি গানকে নির্বাচিত করে বিজয়ের চেতনাকে গানে গানে আরো ছড়িয়ে দেবার জন্য।’
জানা যায়, গতকাল বিজয় দিবসে বিটিভিতে এই দুটি গান প্রচার শেষে শিগগিরই বিটিভির ইউটিউব চ্যানেলে গান দুটি প্রচার করা হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150405