পতাকা নামাতে গিয়ে ছাদ থেকে পড়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু

পতাকা নামাতে গিয়ে ছাদ থেকে পড়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু

গাজীপুরে কারখানার ছাদ থেকে জাতীয় পতাকা নামাতে গিয়ে টার্গেট ডেনিম এন্ড ক্যাজুয়াল ওয়্যার পোশাক কারখানার নিরাপত্তা কর্মী জাহিদুল ইসলামের (৪৮) মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিরাপত্তা কর্মী জাহিদুল ইসলাম মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা গ্রামের আঞ্জব আলীর ছেলে। তিনি নাওজোর এলাকার বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিনের বাসায় ভাড়া থেকে ওই কারখানায় জুনিয়র নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহানগরীর বাসন থানাধীন নাওজোর এলাকার (ইসলামপুর রোড) টার্গেট ডেনিম এন্ড ক্যাজুয়াল ওয়্যার পোশাক কারখানার ভিতরে দুর্ঘটনায় নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়।

নাম প্রকাশ না করার শর্তে নিহতের সহকর্মী জানান, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যার সময় কারখানার দ্বিতীয় তলার ছাদ থেকে পতাকা নামানোর জন্য ছাদে উঠেন জাহিদুল ইসলাম। এসময় অসাবধানতাবশত পা পিছলে নিচে থাকা কংক্রিটের উপর পড়ে গিয়ে মাথা এবং মুখে আঘাত পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পাশেই স্থানীয় রাহাতুন্নেসা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150392