কষ্টার্জিত জয়ে কোপা দেল রে’র শেষ ষোলোতে বার্সেলোনা

কষ্টার্জিত জয়ে কোপা দেল রে’র শেষ ষোলোতে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : কষ্টার্জিত জয় দিয়ে কোপা দেল রে’র মিশন শুরু করেছে বার্সেলোনা। তৃতীয় স্তরের ক্লাব গুয়াদালাহারার বিপক্ষে মঙ্গলবার রাতে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় পায় লা লিগার শীর্ষে থাকা দলটি। এবারের আসরের শুরুটা সহজ হয়নি বার্সা’র জন্য। একাদশে বড় পরিবর্তন এনে নামা হানসি ফ্লিকের দলকে দীর্ঘ সময় ধরে গোলের জন্য লড়াই করতে হয়েছে।

প্রথমার্ধে ৮০ শতাংশের বেশি বল দখলে রাখলেও বার্সেলোনা গোলের দেখা পায়নি। ম্যাচের শুরুতেই প্রায় গোল পেয়ে যাচ্ছিল তারা, ষষ্ঠ মিনিটে মাঝমাঠের কাছ থেকে এরিক গার্সিয়ার নেওয়া এক দুঃসাহসী শট সামলাতে গিয়ে গুয়াদালাহারার গোলরক্ষক দানি ভিসেন্তে অল্পের জন্য আত্মঘাতী গোল এড়ান। সেটিই ছিল বিরতির আগে অতিথিদের সবচেয়ে বড় সুযোগ। রাশফোর্ড ও লামিনে ইয়ামাল প্রথমার্ধে তেমন প্রভাব রাখতে না পারায় হতাশায় পড়তে হয় বার্সা সমর্থকদের। 

তবে বিরতির পর আক্রমণের ধার বাড়ায় কাতালানরা। ম্যাচের ৭৬ মিনিটে অবশেষে লিড পায় বার্সেলোনা। ফ্রেংকি ডি ইয়ংয়ের নেওয়া ক্রসে হেড করে বল জালে পাঠান ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। এটি ছিল ম্যাচে বার্সেলোনার ১৯তম শট। যোগ করা সময়ে জয় নিশ্চিত করেন মার্কাস রাশফোর্ড। লামিনে ইয়ামালের বাড়ানো বল ধরে গোলরক্ষককে কাটিয়ে ঠাণ্ডা মাথায় গোল করেন ইংল্যান্ডের এই ফরোয়ার্ড। 

এই ম্যাচে শনিবার ওসাসুনার বিপক্ষে ২-০ জয়ের একাদশ থেকে আটটি পরিবর্তন করেন কোচ হানসি ফ্লিক। একই রাতে ডিপোর্তিভো লা করুণিয়া, এলচে, রিয়াল সোসিয়েদাদ ও ভ্যালেন্সিয়াও শেষ ষোলো নিশ্চিত করেছে। বুধবার তৃতীয় স্তরের দল তালাভেরার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150381