সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
গুম ও শতাধিক হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে প্রসিকিউটর শাইখ মাহদী এ অভিযোগ দাখিল করেন।
এ বিষয়ে আজ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বর্তমানে সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত চলমান। এর মধ্যে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে গুম ও নির্যাতনের অভিযোগের পাশাপাশি শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার দায়সহ কয়েকটি গুরুতর অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।এর আগে, গুমের একটি মামলায় প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ জানুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-১। ১১ ডিসেম্বর এ আদেশ দেওয়া হয়। এ মামলার ১১ আসামির মধ্যে চারজনের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন-মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। এদের মধ্যে জিয়াউল আহসান গ্রেপ্তার রয়েছেন।
এর পাশাপাশি শাপলা চত্বরে গণহত্যার দায়ে দায়ের আরেকটি মামলায় শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে ১২ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-১। এই মামলায়ও জিয়াউল আহসানকে আসামি করা হয়েছে।