হাদির দ্রুত ফেরার সম্ভাবনা নেই, লম্বা সময় থাকতে হতে পারে আইসিইউতে: ডা. রাফি
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অর্থোপেডিক্স অ্যান্ড স্পোর্টস সার্জারি বিভাগের ক্লিনিক্যাল ফেলো ডা. আব্দুল্লাহ আল রাফি বলেছেন, ওসমান হাদি ইনশাআল্লাহ ফিরবে, তবে খুব দ্রুত নয়। দ্রুত ফেরার আশা করাকে তিনি অবাস্তব বলেও মন্তব্য করেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় তিনি জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ অত্যন্ত শক্তিশালী। এখানে নিউরোসার্জারির জন্য আলাদা ন্যাশনাল নিউরোসাইন্স ইনস্টিটিউট (এনএনআই) রয়েছে, যেখানে রোবোটিক সার্জারিসহ সব আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়।
হাদির মাথায় বুলেটের একটি অংশ থাকায় অবস্থা স্থিতিশীল হলে ইনট্রা-অপারেটিভ এমআরআই করতে হবে, যা বাংলাদেশ বা আশপাশের দেশে নেই। এ কারণে হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্তকে তিনি সঠিক বলে মনে করেন।
হাদির জিসিএস-থ্রি অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের রোগীদের দ্রুত সুস্থ হওয়া সম্ভব নয়। উদাহরণ দিয়ে জানান, একই হাসপাতালে এক রোগী তিন মাস আইসিইউতে ছিলেন। তাই হাদির ক্ষেত্রেও দীর্ঘ সময় আইসিইউতে থাকতে হতে পারে এবং সুস্থ হলেও বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150350