ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ডিসি, বগুড়া
স্টাফ রিপোর্টার : বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা সুযোগ-সুবিধা বা সংবর্ধনা পাওয়ার জন্য যুদ্ধ করেননি। স্বাধীন চিন্তা ও শোষণ মুক্ত সমাজের জন্য তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। অনেক মা দেশের স্বাধীনতার জন্য তার সন্তানকে যুদ্ধে পাঠিয়েছেন, কোন মায়ের এই আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না।
এই বীর মুক্তিযোদ্ধাদের ও তাদের পরিবার এবং সন্তানদের সম্মান করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি আরও বলেন, দুর্নীতি ও শোষণমুক্ত যে সমাজের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল তা আজও সম্পূর্ণভাবে অর্জন হয়নি। নিরাপদ সামাজিক জীবন যাপনেও আমরা অনেক পিছিয়ে। তাই ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশ্বের মানচিত্রে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখতে ঐক্যবদ্ধ জাতির বিকল্প নেই।
তিনি আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে শহরের বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার শাহাদাত হোসেন।
মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম। বগুড়া জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিরা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।
পরে অনুষ্ঠানে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানের শেষে তাদের মাঝে শুভেচ্ছা উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150321