বগুড়া দুপচাঁচিয়ায় মনির হোসেন হত্যা মামলায় গ্রেফতার ২

বগুড়া দুপচাঁচিয়ায় মনির হোসেন হত্যা মামলায় গ্রেফতার ২

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা, মারপিট ও গুলিবর্ষণের শহীদ মনিরুল ইসলাম মনির হত্যার অভিযোগে গত সোমবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলা তালোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য কইল দক্ষিণ পাড়ার মৃত জলিল মিস্তির ছেলে শহিদুল ইসলাম ভুট্টু (৫৫) ও দুপচাঁচিয়া পৌর আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মহলদার পাড়ার হাফিজার প্রামানিকের ছেলে আব্দুল হাকিম (৩৮)।

পুলিশ সুত্র জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচির অংশ হিসাবে গত ২০২৪ সালের ৪ আগস্ট রোববার সকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা স্থানীয় জে.কে কলেজে জমায়েত হয়। দুপুর ১২টায়  কলেজ হতে মিছিল বের করেন তারা।

মিছিলটি বগুড়া-নওগাঁ মহাসড়কের থানা বাসস্ট্যান্ড হয়ে থানার দিকে আসার পথে মিছিলটি থানা থেকে প্রায় ৫শ’ ফিট দূরে পৌছিলে আগে থেকে অবস্থান করা আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকে প্রতিহত করার জন্য আগ্নেয়াস্ত্রসহ লাঠি, রড, দিয়ে মিছিলের ওপর এলোপাথারি হামলা করে। এসময় পাশ্ববর্তী কাহালু উপজেলার বীরকেদার গ্রামের শামছুল হক ফকিরের ছেলে নওগাঁ বদলগাছি উপজেলার বঙ্গবন্ধু কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মুনিরুল ইসলাম মুনির (২২) গুলিবিদ্ধ হন।

এরপর তাকে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় তার বাবা শামছুল হক ফকির গত শনিবার রাতে ৩৫ জন আওয়ামীলীগের নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে এই হত্যা মামলা দায়ের করেন।

থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন উক্ত মামলায় তদন্ত প্রাপ্ত ও ঘটনায় সম্পৃক্ততা থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে গতকাল মঙ্গলবার বগুড়া কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150305