মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী নিহত
ঝালকাঠির নলছিটিতে ট্রলি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে লিমা আক্তার (৩০) নামের এক নারী নিহত হয়েছেন।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের উপজেলার লক্ষণকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লিমা আক্তার একটি সংযোগ সড়ক থেকে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে উঠার সময় পেছন দিক থেকে আসা একটি ট্রলি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরবর্তী সময়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক রাজু মল্লিক আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।