রাজধানীতে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক ইনকিলাব মঞ্চের

রাজধানীতে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক ইনকিলাব মঞ্চের

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে সোমবার (১৫ ডিসেম্বর) সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি জানান, সোমবার শহীদ মিনারে ফ্যাসিবাদবিরোধী ও দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। ভারতপন্থী কাউকে এতে আমন্ত্রণ জানানো হয়নি।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে। মঞ্চের কর্মী ও হাদির পরিবার মিলে প্রায় অর্ধকোটি টাকা ধার করে এই ব্যবস্থা করেছেন এবং এখন পর্যন্ত সরকারের কোনো সহায়তা নেননি। চিকিৎসকদের মতে, পরিবার বা রাষ্ট্র চাইলে তাকে বিদেশে নেওয়া সম্ভব।

আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, হাদি দীর্ঘদিন ধরেই হত্যাহুমকির কথা জানিয়ে আসছিলেন এবং এ বিষয়ে জিডিওও করা হয়েছিল। হামলার পর এখন পর্যন্ত যেসব সন্দেহভাজন শনাক্ত হয়েছে, তা ইনকিলাব মঞ্চ নিজ উদ্যোগে করেছে—গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

বর্তমানে হাদি এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং মস্তিষ্কের ফোলা আগের তুলনায় বেড়েছে বলে জানানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150097