আইপিএলে ৭৫ লাখ রুপিতে দল পেলেন তানজিম সাকিব

আইপিএলে ৭৫ লাখ রুপিতে দল পেলেন তানজিম সাকিব

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মূল নিলামের আগে আলোচনায় এসেছে রবিচন্দ্রন অশ্বিন আয়োজিত মক নিলাম। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য আইপিএল নিলামের আগে এই পরীক্ষামূলক নিলামে দল পেয়েছেন বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব। অশ্বিনের ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত মক নিলামের দ্বিতীয় দিনে তাকে ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যে দলে নেয় গুজরাট ফ্র্যাঞ্চাইজি; অন্য কোনো দল বিডে অংশ নেয়নি।

এর আগের দিন মক নিলামের প্রথম পর্বে উঠেছিল মোস্তাফিজুর রহমানের নাম। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই পেসারকে নিয়ে চেন্নাই ও বেঙ্গালুরুর মধ্যে দরকষাকষি চলে। শেষ পর্যন্ত সাড়ে তিন কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় বেঙ্গালুরু।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য আইপিএল মিনি নিলামে বাংলাদেশের মোট সাতজন ক্রিকেটারের নাম রয়েছে। তানজিম ও মোস্তাফিজ ছাড়াও তালিকায় আছেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা। আসন্ন নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ কতটা বাস্তব রূপ পায়, সেদিকেই নজর ক্রিকেটপ্রেমীদের।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150094