নওগাঁয় পরিবেশ সংরক্ষণে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন সাখাওয়াত হোসেন
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁয় পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য রোটারি ক্লাব অফ রাজশাহী সেন্ট্রাল প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন পরিবেশবাদী সংগঠন নিরাপদ নওগাঁর চেয়ারম্যান এম. সাখাওয়াত হোসেন।
গতকাল শনিবার রাজশাহীর সপুরার টেকনিক্যাল টেনিং সেন্টারের কনফারেন্স রুমে রোটারি ক্লাব অফ রাজশাহী সেন্ট্রালের পঞ্চম অভিষেক অনুষ্ঠানে তিনজন গুণী ব্যক্তিকে এই সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠানে রোটারি ক্লাব অফ রাজশাহী সেন্ট্রালের প্রেসিডেন্ট মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন রাবির ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সস অনুষদের প্রতিষ্ঠাতা ডিন অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন সরদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনিক্যাল টেনিং সেন্টারের অধ্যক্ষ প্রকৌশলী নাজমুল হক, রোটারি ক্লাবের ডেপুটি কো-অর্ডিনেটর আমিনুল ইসলাম শাহীন, সিলেটের রকিব শাহ রিচার্স সেন্টারের চেয়ারম্যান ড. কাজী কামাল আহমেদ, রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ, রোটারি ক্লাব অফ রাজশাহী সেন্ট্রালের সাবেক প্রেসিডেন্ট শিউলি হাসান প্রমুখ।
নিরাপদ নওগাঁর চেয়ারম্যান এম. সাখাওয়াত হোসেন ছাড়াও একই ক্যাটাগরিতে নাটোর চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পদক সাইফুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়। বিশেষ সামাজিক অবদানের জন্য লায়ন ড. এমএ মান্নানকেও সম্মাননা প্রদান করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150085