কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে ২ বছর বয়সের শিশুর মৃত্যু
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে ফারহানা(২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা এলাকায় ঘটনাটি ঘটে। ফারহানা এলাকার ফরমান আলীর মেয়ে। স্থানীয় ইউপি সদস্য গোলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালের খাওয়া শেষে ফারহানা বাড়ির উঠানে খেলছিল। এসময় সবার অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায় সে। পরে অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
পরে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150041