স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রম গতিশীল করবো: আসিফ নজরুল

স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রম গতিশীল করবো: আসিফ নজরুল

আইন উপদেষ্টা আসিফ নজরুল নতুন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে খুশি হয়েছেন বলে জানিয়েছেন আসিফ নজরুল। রোববার (১৪ ডিসেম্বর) সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

আসিফ নজরুল বলেন, উপদেষ্টা হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। কারণ আমি অত্যন্ত ক্রীড়ানুরাগী মানুষ। এই দায়িত্ব পেয়ে খুশি, কিন্তু ওসমান হাদির ঘটনার পর আনন্দচিত্তে দায়িত্ব নিচ্ছি তা নয়।’তিনি বলেন, ‘আগের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অত্যন্ত সফল একজন মানুষ। তার মাধ্যমে যুব ও ক্রীড়া ক্ষেত্রে অনেক সফলতা এসেছে। সেগুলো ধারাবাহিকতা এগিয়ে নেওয়ার চেষ্টা করবো।’ 

আসিফ নজরুল বলেন, ‘দুই মাস খুব অল্প সময়। দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে পদক্ষেপ নেব অবশ্যই। ঢাকার বাইরে স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রমের গতি আনাকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে।’

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150006