শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, যা বাংলাদেশের ইতিহাসের একটি কালো অধ্যায় হিসেবে স্মরণীয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের চুড়ান্ত সময়ে পাকিস্তানি হানাদার বাহিনী স্থানীয় দোসর রাজাকার, আলবদর ও আলশামসদের সঙ্গে মিলিত হয়ে বাঙালির মেধাশক্তি নষ্টের উদ্দেশ্যে বুদ্ধিজীবীদের নৃশংস হত্যা করে। এই দিনে শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদদের লক্ষ্য করা হয়। পাকিস্তানি বাহিনী তাদের পরাজয় আসন্ন মনে করে এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞ চালায়।

শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

বুদ্ধিজীবী হত্যার ঠিক দুই দিন পর, ১৬ ডিসেম্বর, পাকিস্তানি বাহিনী জেনারেল নিয়াজির নেতৃত্বে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে এবং স্বাধীন বাংলাদেশ জন্ম নেয়।

আজ দিবসটি জাতীয়ভাবে স্মরণ করতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। সকাল ৭টায় রাষ্ট্রপতি এবং পরে প্রধান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধারা মিরপুর ও রায়েরবাজার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ ও সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর নানা কর্মসূচি পালন করা হবে। জাতি আজ শ্রদ্ধার সঙ্গে একাত্তরে প্রাণ হারানো বাঙালি বুদ্ধিজীবীদের স্মরণ করবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/149990