বরিশালে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
বরিশালের তেতুলিয়া নদীতে মাছ শিকারের গিয়ে নিখোঁজ জেলের লাশ পাঁচদিন পর উদ্ধার হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে নদীর মেহেন্দিগঞ্জ উপজেলার আমিরগঞ্জ বাজার এলাকা থেকে পরিবার লাশ উদ্ধার করেছে বলে কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্য পরিদর্শক এনামুল হক জানিয়েছেন।
মৃত ওই জেলে হলেন- মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাহাদুর গ্রামের বাসিন্দা হাফেজ ভুইয়ার ছেলে মোহাম্মদ হোসেন ভুঁইয়া (৪০)।
কালিগঞ্জ নৌ-পুলিশ ফাড়ির ইনচার্য বলেন, গত ৫ ডিসেম্বর দিবাগত রাতে মোহাম্মদ হোসেন ভুঁইয়া নৌকা নিয়ে মাছ ধরতে তেঁতুলিয়া নদীতে যান। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। এ ঘটনায় পরিবার মেহেন্দিগঞ্জ থানায় সাধারন ডায়েরী করে।
মেহেন্দিগঞ্জ থানার দেয়া তথ্য অনুযায়ী দুপুরে খবর নিয়ে শুনতে পাই লাশ উদ্ধার করে দাফন করেছে। পরিবারের কোন অভিযোগ নেই।