বগুড়ার দুপচাঁচিয়ায় অটোচার্জার ভ্যান সহ গ্রেফতার ২
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে অটোচার্জার ভ্যান সহ ২ জনকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হলো, অর্জুনগাড়ী মধ্যপাড়ার মৃত জিল্লুর রহমানের ছেলে রিয়াজুল ইসলাম (২২) ও পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার দেবিশাওর পশ্চিমপাড়া গ্রামের মোরশেদুর রহমানের ছেলে রাকিব হোসেন (২৩)।
জানা গেছে, দুপচাঁচিয়া থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় পৌরসভার আক্কেলপুর রাস্তায় চোর-চক্র অবস্থান করে চোরাই অটোচার্জার ভ্যান কেনা-বেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালালে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ভ্যান চোর চক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও উপরোক্ত ২ জনকে আটকসহ তাদের হেফাজত থেকে একটি চোরাই অটো চার্জার ভ্যান উদ্ধার করা হয়।
এ ঘটনায় দুপচাঁচিয়া থানায় মামলা হয়েছে। থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদের আজ বুধবার (১০ ডিসেম্বর) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/149629