বিজয়ের মাসেই আসছে তাদের কন্ঠে নতুন চার গান

বিজয়ের মাসেই আসছে তাদের কন্ঠে নতুন চার গান

অভি মঈনুদ্দীন : শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী সুমী শারমীন, প্রিয়াঙ্কা গোপ ও সাব্বির জামানের কন্ঠে বিজয় দিবস উপলক্ষ্যে শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে নতুন চারটি মৌীলক গান।

যারমধ্যে দুটি গানে কন্ঠ দিয়েছেন সুমী শারমীন, যিনি অনেক বছর ধরেই গান লিখে আসছেন এবং যার সুরে বাংলাদেশের অনেক প্রখ্যাত সঙ্গীতশিল্পীরাও গান গেয়েছেন। একজন গীতিকার হিসেবে সুমী বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত একজন সঙ্গীতশিল্পী। আবার তিনি নিজেও গান গেয়ে থাকেন। মূলত তারই উদ্যোগে ও আগ্রহে প্রিয়াঙ্কা গোপ ও সাব্বির জামান নতুন দুটি গানে কন্ঠ দিয়েছেন। সুমী শারমীনের কন্ঠে শ্রোতারা শুনতে পাবেন ‘রোদ্দুর কোলাহল’ (সুর সঙ্গীত করেছেন শান সায়েক) ও ‘কোনো এক বিকেলে’ (সুর সঙ্গীত করেছেন সাব্বির জামান) শিরোনামের দুটি গান।

প্রিয়াঙ্কা গোপের কন্ঠে শ্রোতারা শুনতে পাবেন ‘বিজয় রাঙ্গানো সুখ’ (সুর সঙ্গীত করেছেন শান সায়েক) ও সাব্বির জামানের কন্ঠে শুনতে পাবেন ‘ভালোবাসি তোমায়’ (সুর সঙ্গীত করেছেন সাব্বির জামান) শিরোনামের গান। চারটি গানই লিখেছেন সুমী শারমীন।

এরইমধ্যে গত সোমবার রাজধানীর কিছু চমৎকার লোকেশনে গানগুলোর মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে। প্রিয়াঙ্কা গোপ বলেন,‘ বিজয় রাঙ্গানো সুখ গানটির কথা যেমন চমৎকার, গানের সুরও সহজ সরল। সাধারণত এই ধরনের গান আমার গাওয়া হয়না। কিন্তু এই গানটি গেয়ে আমার ভীষণ ভালোলেগেছে। ধন্যবাদ এই গানের নেপথ্যে যারা আছেন তাদের প্রত্যেককে।’

সুমী শারমীন বলেন,‘ প্রত্যেকটি গানেই জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। আমার দুটি গান নিয়ে যেমন আমি আশাবাদী, অনুরূপভাবে প্রিয়াঙ্কা এবং সাব্বিরের কন্ঠের গান দুটিও শ্রোতা দর্শককে মুগ্ধ করবে। গানগুলোর সুর শ্রোতাদের মন ছুঁয়ে যাবে এতোটুকু আমি নিশ্চিত করেই বলতে পারি। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই শান সায়েক ও সাব্বির জামানকে গানগুলোর এতো অভূতপূর্ব সুর করার জন্য।’

সাব্বির জামান বলেন,‘ সুমী আপার গানের কথার গভীরতায় মুগ্ধ হয়েছি। তিনি এতো চমৎকার লিখেন যে মন থেকেই সুর চলে আসে। আমার সুর করা দুটি গান, শানের সুর করা দুটি গান সত্যিই খুউব মনে গেঁথে যাবার মতো সুর। আমি অনেকদিন পর নতুন গানকে ঘিরে ভীষণ ভালোলাগা খুঁজে পাচ্ছি। ধন্যবাদ সুমী আপা’সহ সবাইকে।’

প্রিয়াঙ্কা গোপের গানটি এনিগমা টিভি’র ইউটিউবে চ্যানেলে এবং সাব্বিরের গানটি ‘আলফা আই’ চ্যানেলে প্রকাশ পাবে। সুমী শারমীনের গানগুলোর চ্যানেলে চুড়ান্ত হবে কয়েকদিনের মধ্যেই।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/149607