ভূখণ্ড ছেড়ে দিতে আগ্রহী নয় কিয়েভ, বিকল্প প্রস্তাব পাঠাচ্ছে জেলেনস্কি

ভূখণ্ড ছেড়ে দিতে আগ্রহী নয় কিয়েভ, বিকল্প প্রস্তাব পাঠাচ্ছে জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কাছে একটি সংশোধিত শান্তি পরিকল্পনা উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। কারণ তারা রাশিয়াকে কোনো ভূখণ্ড ছেড়ে দিতে আগ্রহী নয়। এমন সময়ে কিয়েভ বিকল্প প্রস্তাব দিতে চলেছে, যখন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কোনো পরিস্থিতিতেই জমি ছেড়ে দেওয়ার অধিকার তার নেই। এটি ইউক্রেনের আইন, সংবিধান এবং আন্তর্জাতিক আইন-সব কিছুর বিরুদ্ধে। 

জেলেনস্কি বলেন, ‘রাশিয়া জোর দিচ্ছে আমরা যেন ভূখণ্ড ছেড়ে দিই; কিন্তু আমরা কিছুই ছেড়ে দিতে চাই না। আমরা আমাদের ভূমির জন্য লড়াই করছি।’ ইউক্রেনীয় ও ইউরোপীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাওয়া ২০ দফা প্রস্তাব নিয়ে কাজ করছেন। আমাদের পাল্টা প্রস্তাব মঙ্গলবার সন্ধ্যার মধ্যে প্রস্তুত হতে পারে। এরপর সেটি ওয়াশিংটনে পাঠানো হবে। 

আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ এক কর্মকর্তা এএফপিকে বলেন, ইউক্রেনীয় ভূখণ্ডের প্রশ্নই আলোচনার সবচেয়ে জটিল অংশ। কিয়েভের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টিও আলোচনার প্রধান অচলাবস্থাগুলোর একটি। যুদ্ধ শেষ করার প্রচেষ্টার ‘সংকটময় মুহূর্ত’ চলছে: সাম্প্রতিক সপ্তাহগুলোয় শান্তি পরিকল্পনার খসড়াটি সংশোধনে অগ্রগতি হয়েছে বলে ইউক্রেনসহ ইউরোপের নেতারা জানিয়েছেন। গত সোমবার ডাউনিং স্ট্রিটে জেলেনস্কি, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের জরুরি বৈঠক হয়।  

পরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ইউক্রেনের প্রতি সমর্থন বাড়ানো এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর বিষয়ে ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা একমত হয়েছে। তারা বলছে, মস্কোর ‘বর্বর’ যুদ্ধ শেষ করার প্রচেষ্টার এখন সংকটময় মুহূর্ত চলছে।  খবর : বিবিসি। 

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/149586