তফসিল ঘোষণার সময় নিয়ে আলোচনা চলছে : ইসি সচিব
তফসিল ঘোষণার সময় নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সচিব আখতার হোসেন। আজ বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সিইসিসহ নির্বাচন কমিশনারদের সাক্ষৎ শেষে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানান তিনি। ইসি সচিব বলেন, রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন। আউট অফ কান্ট্রি ভোট নিয়ে কৌতুহল ছিল রাষ্ট্রপতির। নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে। অর্থবহ নির্বাচনের জন্য ওনার তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে। তিনি বলেন, বিকাল ৪টায় ভাসন রেকর্ড করা হবে। এখন সার্বিক আলোচনা চলছে কখন ঘোষণা করা হবে। দুই ঘণ্টা পর আরেকটা আপডেট পাবেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি) প্রতিনিধিদল। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে স্বাক্ষাৎ করেন এবং সাক্ষাৎ শেষে তারা বেরিয়ে যান ২টায়।
রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণার আগে সব ধরনের প্রস্তুতি অবহিত করা হয় রাষ্ট্রপতিকে। এরপর সিইসি বিটিভি-বেতারে ভাষণের মাধ্যম ভোটের তফসিল ঘোষণা করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/149575