এনসিপির তাজনূভা জাবীন লড়বেন পার্থর বিপক্ষে

এনসিপির তাজনূভা জাবীন লড়বেন পার্থর বিপক্ষে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১২৫টি আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বুধবার বেলা ১১টায় প্রকাশিত তালিকায় দেখা যায়, ঢাকা-১৭ আসনে দলের মনোনয়ন পেয়েছেন ডা. তাজনূভা জাবীন।ঢাকা-১৭ আসনে বাংলাদেশের জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডা. তাজনূভা। ঢাকা-১৭ আসনটি ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, বারিধারা, মহাখালী এবং মিরপুরের কিছু অংশ নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন।

জাতীয় নাগরিক পার্টি জানিয়েছে, প্রার্থী তালিকায় বাকি আসনের নামও ধাপে ধাপে ঘোষণা করা হবে। দলটি প্রার্থী নির্বাচন প্রক্রিয়ায় পরিবারকেন্দ্রিক নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে ‘রাষ্ট্র সংস্কার পন্থি, পেশাজীবী, শিক্ষিত ও নীতিনিষ্ঠ তরুণদের’ প্রাধান্য দিয়েছে।

মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছিল ৬ নভেম্বর, কিন্তু মনোনয়ন প্রত্যাশীদের আগ্রহ বিবেচনায় সময় বৃদ্ধি করে ২০ নভেম্বর পর্যন্ত করা হয়। এই সময়ে মোট ১,৪৮৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। তবে আসন বণ্টন নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব এবং তৃণমূলে কিছু অসন্তোষ রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/149557