উপস্থাপনায় আলোকিত নুসরাত জাহান
অভি মঈনুদ্দীন ঃ গত পাঁচ বছরে বাংলাদেশের মিডিয়াতে উপস্থাপনায় নতুন অনেক মুখই এসেছে। তারমধ্যে নিজের চমৎকার বাচনভঙ্গী, মিষ্টি হাসি, নান্দনিক উপস্থাপনা ও নিজের মেধা দিয়ে উপস্থাপনায় নিজের একটি নজরকাড়া অবস্থান করে নিয়েছেন নুসরাত জাহান। ফরিদপুরের নগরকান্দার মেয়ে নুসরাতের মিডিয়াতে অভিষেক হয় ২০১৬ সালে ‘বাংলা লিংক’র একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার মধ্যদিয়ে। এরপর পড়াশুনার জন্য একটা দীর্ঘ বিরতি চলে আসে তার জীবনে।
২০২০ সালে মোহনা টিভি থেকে যখন উপস্থাপনার জন্য আহ্বান জানানো হয় তখন নুসরাত বিবিএর শিক্ষার্থী। উপস্থাপনায় আগ্রহ ছিলো বলেই তিনিও সেখানে একটি বায়োডাটা জমা দেন। আর এরপরই তিনি হয়ে যান ‘মোহনার সকাল’ অনুষ্ঠানের উপস্থাপিকা। এরপর বিগত পাঁচ বছরে নুসরাতের কাজের পরিধিও বাড়তে থাকে। বর্তমানে তিনি তার উপস্থাপনার ক্যারিয়ারের সবচেয়ে ব্যস্ততম সময় পার করছেন।
নুসরাত উপস্থাপনা করছেন বিটিভির ‘সঙ্গীতা’,‘ আপন আলোয়’, এশিয়ান টিভির ‘এশিয়ান মিউজিক;, এটিএন বাংলার ‘গানবাজ জুনিয়র’, বিজয় টিভির ‘সিনে মিউজিক’, দীপ্ত টিভির ‘দীপ্ত কৃষি’, আরটিভির ‘টিফিন ব্রেক’, চ্যানেল এস-এর ‘তারুণ্যের গান’সহ আরো বেশ কয়েকটি টিভি চ্যানেলের বিভিন্ন ধরনের অনুষ্ঠানের। প্রতি মাসজুড়ে তার উপস্থাপনা নিয়েই দারুণ ব্যস্ত সময় কাটে। শুধু টিভিতে নয় স্টেজ শো’তে বিশেষত কর্পোরেট শো’তেও উপস্থাপনা করেন নুসরাত জাহান। আগামীতে ভালো গল্প, ভালো চরিত্রে কাজ করার সুযোগ পেলে অভিনয়ও করতে চান তিনি।
আগামীর স্বপ্ন ও আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে নুসরাত জাহান বলেন,‘ আমার সবচেয়ে বেশি ভালোলাগে শান্তা জাহান আপু ও মৌসুমী মৌ আপুর উপস্থাপনা। তবে তাদেরকে আমি ফলো করি না, আমি আমার নিজের মতো করেই উপস্থাপনা করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। এই সময়ে এসে উপস্থাপনা ভীষণ উপভোগ করছি। এটা ভীষণ সত্যি, উপস্থাপনা করতে এসে নানান ধরনের মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, অনেক কিছু জানারও সুযোগ হয়েছে। যা আমার নিজেকে সমৃদ্ধ করতে কাজে লেগেছে। আমি উপস্থাপনাতেই নিজেকে আরো বহদূর নিয়ে যেতে চাই।’
নুসরাত জাহানের জন্মদিন ১৪ অক্টোবর। তার ডাক নাম নিপা। তার স্বামী দীপ্ত (তারসঙ্গে তিন বছরের সংসার), ব্যবসার সাথে সম্পৃক্ত। নিপার বাবা নান্নু মোল্লা, মা পাপিয়া খানম। তার জমজ দুই ভাই বোন নিঝুম ও পিয়াস। তার পরিবারের সবাই ইতালী থাকেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/149409