বেডা মানুষ চিট করলে কান্নাকাটি না করে নাচানাচি করবেন: ফারিণ
বিনোদন ডেস্কঃ বর্তমান সময়ের জনপ্রিয় তারকা তাসনিয়া ফারিণ যখনই সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু লেখেন, তা মুহূর্তেই আলোচিত হয়ে ওঠে। এবারও এর ব্যতিক্রম হলো না। এক ফেসবুক পোস্টে তিনি লিখলেন— ‘বেডা মানুষ চিট করলে কান্নাকাটি না করে নাচানাচি করবেন।’ আর এতেই নেটদুনিয়ায় শুরু হলো হাসাহাসি, খুনসুটি, সমালোচনা আর সমর্থনের বন্যা।
ফারিণের এই সংক্ষিপ্ত এক লাইনেই জমেছে ৪০ হাজারের বেশি রিয়াকশন। মন্তব্য তো প্রায় তিন হাজার! কিন্তু আশ্চর্যের বিষয়— নেতিবাচক মন্তব্যই নাকি সেখানে বেশি। তবে ফারিণের মতে, এ পোস্টের উদ্দেশ্য ছিল খুবই সহজ—নতুন গান ‘মন গলবে না’-র প্রচারণা।
‘মন গলবে না’— ফারিণের প্রযোজনায় প্রথম প্রকাশিত গান। নিজের ফড়িং ফিল্মস ব্যানারে এই গানের মধ্য দিয়েই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি। গানটির গীতিকার কবির বকুল, সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল। আর কণ্ঠে হয়েছেন দুজনই— ফারিণ ও ইমরান।
গানটির ভিডিও পরিচালনা করেছেন নাহিয়ান আহমেদ। ভিডিওতে ফারিণ ও ইমরান দুজনকেই দেখা যাচ্ছে, দুজনের উপস্থিতিতে তৈরি হয়েছে এক ধরনের মিষ্টি রসায়ন।
কিন্তু গান প্রচারের জন্য এমন মজার, একটু উস্কানিমূলক লাইন ব্যবহার করেছিলেন ফারিণ— যা বেশিরভাগ দর্শক নিয়েছেন ‘হিউমার’ হিসেবে, আর কেউ কেউ ভেবেছেন তিনি সমাজ নিয়ে ব্যঙ্গ করেছেন।
অবশ্য এসব নিয়ে একদমই ভাবছেন না অভিনেত্রী। এমন পোস্ট যে তিনি আগেও করেছেন, সেটিও মনে করিয়ে দিচ্ছেন ভক্তরা। ফারিণের কাছে এসবই যেন তার নিজের স্টাইল— মজা করে কথা বলা, আর সেটাতেই দর্শককে আলোচনায় টেনে আনা।
বর্তমান সময়ের তারকারা খুব সচেতনভাবে ব্যবহার করছেন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম। কাজের খবর দেওয়ার পাশাপাশি অনেক সময়ই তারা নিজেদের ব্যক্তিগত অনুভূতি বা মজার কোনো লাইন লিখে হাজির হন। ফারিণের এই পোস্টও সেই ধারারই। কারও মতে— ‘এই লাইনটা গানের সঙ্গে পুরো ফিট!’ অন্যদের মতে— ‘ভাবনা প্রকাশে একটু অন্যরকম তিনি।’
তবে সব মিলিয়ে পরিষ্কার— ফারিণ আলোচনায় আছেন, আর সেটাই শিল্পীর জন্য সবচেয়ে জরুরি।
অভিনেত্রী হিসেবে যিনি আলোচনায়, এবার প্রযোজক হিসেবে পথচলা শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় ট্রল, হাসাহাসি, সমালোচনা—এসব তিনি খুবই স্বাভাবিকভাবে নেন। বরং এগুলোই তাকে আরও সাহসী করে সামনে এগোতে সহায়তা করে।
‘মন গলবে না’ প্রকাশের পর অনেক দর্শকই প্রশংসা করেছেন গানটির সুর, ভিডিওর টোন আর ফারিণ-ইমরানের কণ্ঠ। স্পষ্টই বোঝা যায়— শুরুটা বেশ ভালো।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/149386