ইসি’র সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল

ইসি’র সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল প্রস্তুতির মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসেছে জামায়াত ইসলামীর প্রতিনিধি দল।

আজ সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নির্বাচন ভবনে সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সিইসি এএমএম নাসির উদ্দিন ছাড়াও অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত রয়েছেন। অন্যদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল রয়েছে বৈঠকে।

গত সপ্তাহে বিএনপি ও এনসিপির প্রতিনিধি দল সিইসি’র সঙ্গে বৈঠক করেছে। তফসিল প্রস্তুতির মধ্যে এবার ইসি’র সঙ্গে বৈঠকে বসলো জামায়াতের প্রতিনিধি দল। এর আগে সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সিইসি’র সঙ্গে সাক্ষাৎ করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/149357