নাটোরের নলডাঙ্গায় রেললাইনে ফাটল

নাটোরের নলডাঙ্গায় রেললাইনে ফাটল

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনসংলগ্ন রেললাইনে ফাটল দেখা দিয়েছে। এতে সাময়িকভাবে ১ নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে স্টেশন কর্তৃপক্ষ। তবে অন্যান্য লাইনে ট্রেন চলছে স্বাভাবিক রয়েছে।  

আজ সোমবার (৮ ডিসেম্বর) সকালের দিকে মাধনগর রেলস্টেশন এলাকার মাছ বাজার সংলগ্ন ১ নম্বর লাইনে স্থানীয়রা প্রথম ফাটলটি দেখতে পান। পরে তারা দ্রুত বিষয়টি স্টেশন মাস্টারকে জানান।

মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল আওয়াল এ তথ্য নিশ্চিত করে জানান, তীব্র ঠান্ডাজনিত কারণে রেললাইন ফেটে গেছে। নিরাপত্তার স্বার্থে আপাতত ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে অন্যান্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। তবে রেললাইনে ফাটল মেরামতের কাজ দ্রুত সম্পন্ন করে ট্রেন চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।  

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/149355