বগুড়া সদরের নুনগোলার হিন্দু পল্লিতে জামায়াত প্রার্থীর গণসংযোগ
বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল আজ রোববার (৭ ডিসেম্বর) সকালে বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের দাড়িয়াল, শশীবদনী ও আশোকোলা হিন্দুপাড়ায় গণসংযোগ ও পথসভা করেছেন।
এসময় উপস্থিত ছিলেন শহর অফিস সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ বেগ, নুনগোলা ইউনিয়ন আমির মাওলানা আমজাদ হোসেন, নায়েবে আমির ডা. হারুনার রশিদ, সেক্রেটারি শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক ডা. হাসান আলী, সাইফুল ইসলাম ভান্ডারী, আপেল মাহমুদ, আরিফুল ইসলাম প্রমুখ। পরে দাড়িয়ালে পূজা মন্ডপ নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন তিনি।
এসময় অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, সুখি, সমৃদ্ধশালী ঘুষ-দুর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনে সকল ধর্মের মানুষ এক হয়ে হাতে হাত রেখে কাজ করতে হবে, তাহলে দেশ এগিয়ে যাবে। দেশে কোন সংখ্যালঘু নেই। আমরা সবাই বাংলাদেশি। দেশটা আমাদের সবার।
ফ্যাসিস্ট সরকার পালানোর পর আপনারা যখন ভয় অনুভব করছিলেন, তখন আমাদের নেতাকর্মীরা আপনাদের পূজা মন্ডপ পাহারা দিয়েছে। আপনাদের কোন সম্পদ আমাদের নেতাকর্মীরা দখল করেনি। এরকম কোন অভিযোগ কোন মানুষ দিতে পারবে না। আমরা কাউকে দখল করতে দিবো না। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদে নেতা ডা. সুনীল চন্দ্র দাস, অজিত চন্দ্র দাস, সহদেব চন্দ্র দাস প্রমুখ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/149329