গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১০ ডিসেম্বর

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১০ ডিসেম্বর

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সূচি ও আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে জানানো হয়েছে, আগামী ১০ ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে। আজ রোববার (৭ নভেম্বর) প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে এ বছরের ভর্তি–পরিকল্পনা, যোগ্যতা, পরীক্ষা–তারিখসহ সব গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি পরীক্ষা মোট তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে। এরমধ্যে ইউনিট এ (বিজ্ঞান), ইউনিট বি (মানবিক) এবং ইউনিট সি (ব্যবসায় শিক্ষা)। ২০২১, ২০২২ ও ২০২৩ সালের এসএসসি/সমমান এবং ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। এ বছরের গুচ্ছের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১০ ডিসেম্বর থেকে, যা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছরের মার্চ ও এপ্রিল মাসে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে ‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা) ২৭ মার্চ, ২০২৬, ‘বি’ ইউনিট (মানবিক) ৩ এপ্রিল, ২০২৬, ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ১০ এপ্রিল, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। 

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত, এবার ১৯টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তিতে অংশ নেবে। বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে — ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/149310