ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার বিকল্প নেই : অধ্যক্ষ শাহাবুদ্দিন
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় বায়তুল মাল বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, সমাজে অন্যায়, অবিচার, সুদ, ঘুষ বিস্তারে গত সরকারগুলোর ভূমিকা সবচেয়ে বেশি। সব দলকেই আপনারা দেখেছেন কিন্তু জামায়াতের শাসন কখনো দেখেননি। ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে দেশে ইসলামের শাসন প্রয়োজন।
তাই সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে আগামী নির্বাচনে আপনারা সবাই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেবেন। গতকাল শনিবার বিকালে উপজেলার পৌর এলাকার সিএনজি স্ট্যান্ডে পরিবহন শ্রমিক সমাবেশ ও নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সারিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে, সংগঠনের উপজেলার সভাপতি মোমিনুর ইসলাম সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া শহর জামায়াতের আইন সম্পাদক ছাত্রনেতা এড. শাহীন মিয়া, উপজেলা জামায়াতের আমীর মাও: ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক কাজী জহুরুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি জহুরুল ইসলাম বাদশা, সিএনজি মালিক শ্রমিক ইউনিয়ন সভাপতি খাইরুল ইসলাম মানিক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারী আনোয়ারুল ইসলাম।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/149301