পাঁচ কলেজ শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ
প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্কুলিং মডেলের ওপর ভিত্তি করে প্রকাশিত অধ্যাদেশের খসড়া ও মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে দাবি করে তা বাতিলের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাকার পাঁচটি কলেজের শিক্ষার্থীরা।
আজ রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। বেলা ১১টার পর ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হন। পরে সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা একসঙ্গে মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন। শিক্ষার্থীদের অবরোধে এখন পর্যন্ত শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/149252