ভারতের নাইট ক্লাবে হঠাৎ আগুনে নিহত ২৫
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গোয়া রাজ্যে একটি নাইট ক্লাবে পার্টি চলাকালে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
শনিবার (৬ ডিসেম্বর) গভীর রাতে ক্লাবের একতলার রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে এ হতাহতের ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম জানায়, নিহতদের অধিকাংশই ওই ক্লাবের কর্মী এবং ঘটনার সময় তারা রান্নাঘরে আটকে পড়েছিলেন। তিন থেকে চার জন পর্যটকও রয়েছেন বলে কয়েকটি সূত্র জানিয়েছে।
আগুনে নিহতদের পরিবারের জন্য দুই লাখ রুপি করে এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে অনুদানের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার।
পুলিশের ধারণা, সিলিন্ডার বিস্ফোরণেই এমন অগ্নিকাণ্ড। তবে এখনো নিশ্চিত করে কিছু বলা হয়নি।
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখপ্রকাশ করে বলেন, ‘গোয়ার জন্য খুব হৃদয়বিদারক একটি দিন। আমি গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘গোয়ার অগ্নিকাণ্ড অত্যন্ত দুঃখজনক। যারা প্রিয়জনকে হারালেন, তাদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। গোয়ার মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আমার ফোনে কথা হয়েছে। রাজ্য সরকার সম্ভাব্য সব ধরনের সাহায্য করছে।’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/149247