মনোনয়ন বদলের দাবিতে মাদারীপুরে বিএনপির দুই পক্ষের সড়ক অবরোধ

মনোনয়ন বদলের দাবিতে মাদারীপুরে বিএনপির দুই পক্ষের সড়ক অবরোধ

মাদারীপুরের দুটি সংসদীয় আসনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে ক্ষোভের জেরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এবং ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন পদবঞ্চিত নেতাদের কর্মী-সমর্থকরা।

আজ শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এই অবরোধ শুরু হলে রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চালের ২১ জেলার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।

মাদারীপুর-১ (শিবচর) আসনে শিবচর উপজেলা বিএনপির সদস্য কামাল জামান নুরুউদ্দিন মোল্লাকে মনোনয়ন দেওয়ার দাবিতে শনিবার সন্ধ্যা ৬টায় শিবচরের পাঁচ্চর গোলচত্বরে অবস্থান নেন তার কয়েক হাজার কর্মী-সমর্থক। পরে তারা একটি মশাল মিছিল বের করে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। এতে এক্সপ্রেসওয়ের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

দলীয় সূত্রে জানা যায়, প্রথমে কামাল জামান মোল্লাকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু পরদিন বিকেলেই তার প্রার্থিতা স্থগিত করে হাইকমান্ড। এরপর গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসনে মাদারীপুর জেলা বিএনপির সদস্য নাদিরা আক্তার মিঠু চৌধুরীর নাম ঘোষণা করেন। এরপর থেকেই ফুঁসে ওঠেন কামাল জামানের সমর্থকরা।

এদিকে মাদারীপুর-২ আসনেও মনোনয়ন নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। এই আসনে জাহান্দার আলী খানকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে এবং কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান অথবা জেলা বিএনপির সদস্য মিল্টন বৈদ্যকে মনোনয়ন দেওয়ার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন তাদের অনুসারীরা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মাদারীপুর-২ আসনে জাহান্দার আলী খানের নাম ঘোষণা করা হয়। এর প্রতিবাদেই বঞ্চিত দুই নেতার সমর্থকরা একযোগে আন্দোলনে নামেন।

একই সময়ে গুরুত্বপূর্ণ দুটি মহাসড়ক অবরোধের ফলে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে জানা গেছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/149213