রংপুরের কাউনিয়ায় মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় গলায় ফাঁস দিয়ে সুমনা খাতুন (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে। আজ শনিবার (৬ ডিসেম্বর) উপজেলার টেপামধুপুর ইউনিয়নের আরাজি কানুয়া গ্রামে ঘটনাটি ঘটে। সে এলাকার সুরুজ মিয়ার মেয়ে ও বাজেমজকুর বালিকা দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।
স্বজনদের বরাত দিয়ে কাউনিয়া থানার উপ-পরিদর্শক এসআই ভবেশ চন্দ্র পাল জানান, আজ শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে সুমনাকে তার মা ছোট মেয়েকে গোসল করাতে বলেন। কিন্তু সে ছোট বোনকে গোসল করাতে পারবেনা বললে তার মা তাকে বকা দিয়ে কৃষি মাঠে যায়।
পরে মায়ের সাথে অভিমান করে দরজা বন্ধ করে ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
কাউনিয়া থানার উপ-পরিদর্শক(এসআই) ব্রজ গোপাল কর্মকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। প্রাথমিকভাবে মায়ের সাথে অভিমান করে সুমনা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/149211