পাবনার সুজানগর পৌরসভায় বানর আতঙ্ক
সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগর পৌরসভায় বেওয়ারিশ বানর আতঙ্ক দেখা দিয়েছে। বানরের ভয়ে বিশেষ করে শিশু-কিশোর, ছেলে-মেয়েরা বাসা-বাড়ির বাইরে যেতে ভয় পাচ্ছে।
পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা মো: আতাহার আলী জানান, গত ২/৩দিন হলো একটি বড় আকৃতির বেওয়ারিশ বানর পৌর সভার বিভিন্ন বাসভবনের ছাদে এবং বাসা-বাড়ির গাছপালায় লাফিলে লাফিয়ে বেড়াচ্ছে। বানরটিকে কখন কখনও খাবার খেতে গাছপালা এবং বাসভবনের ছাদ থেকে নিচে নেমে আসতেও দেখা যায়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: আলমগীর হোসেন বলেন, বেওয়ারিশ যেকোন হিংস্র বা বন্যপ্রাণী থেকে নিরাপদ দূরে থাকতে হবে। কেননা বেওয়ারিশ বন্যপ্রাণী যেকোন সময় আক্রমণ করে মানুষকে ক্ষতি করতে পারে।
উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুল ইসলাম রাশেদ বলেন, বানরটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/149209