রাজশাহী শিক্ষা বোর্ডে ৪৪ হাজারের অধিক শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিবে

রাজশাহী শিক্ষা বোর্ডে ৪৪ হাজারের অধিক শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিবে

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : দীর্ঘ ৭ বছর পর জুনিয়র বৃত্তি পরীক্ষায় আবার চালু করা হয়েছে। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর ৮৫টি কেন্দ্রে ৪৪ হাজার ৫শ’ ৬ জন পরীক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিবে। ইতোমধ্যেই চূড়ান্ত পরীক্ষা কেন্দ্র নির্ধারণসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে বলে পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত একটি পত্র সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে বগুড়ায় ৭ হাজার ৫শ’ ৯৭ জন, জয়পুরহাটে ২ হাজার ৩শ’ ৫১ জন, নওগাঁয় ৫ হাজার ৮শ’ ৬৬ জন, সিরাজগঞ্জে ৬ হাজার ৩শ’ ৭১ জন, নাটোরে ৩ হাজার ৮শ’ ৩২ জন, পাবনায় ৫ হাজার ৭শ’ ১৯ জন, রাজশাহীতে ৭ হাজার ৪শ’ ৮৩ জন, চাঁপাই নবাবগঞ্জে ৩ হাজার ৮শ’ ৬৭ জন পরীক্ষার্থী নিয়ে ওই শিক্ষা বোর্ডে মোট ৪৪ হাজার ৫শ’ ৬ জন পরীক্ষার্থী ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। চলতি মাসের ২৮ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে।

সোনাতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নাজমুল ইসলাম জানান ২০১৭ সালে সর্বশেষ জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর ৭ বছর পর আবার বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে। এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক জহিরুল হক বলেন, ইতোমধ্যেই চূড়ান্ত পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

অচিরেই কেন্দ্রে কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশপত্র পাঠানো শুরু হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে ৭ দিন পূর্বে প্রবেশপত্র গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্টেশন নম্বর ও বিষয় কোড বৃত্ত যথাযথ ভাবে ভরাট করবে।

এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলাম বলেন, ভালো ফলাফল করার জন্য শিক্ষার্থীদেরকে মূল পাঠ্যপুস্তক পড়তে হবে। নোট, গাইড পরিহার করতে হবে। পরীক্ষা নিয়ে বাড়তি টেনশনের প্রয়োজন নেই।

পরীক্ষার দিনগুলোতে রাত না জেগে নির্ধারিত সময়ের মধ্যে ঘুমিয়ে পড়তে হবে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কোন ব্যক্তি কিংবা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনসহ অন্য কোন ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবে না।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/149195