নওগাঁ-২ আসনে বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খানের মোটরসাইকেল শোডাউন

নওগাঁ-২ আসনে বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খানের মোটরসাইকেল শোডাউন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মো. সামসুজ্জোহা খানের বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৬ ডিসেম্বর) সকালে নওগাঁ-২ আসনে নির্বাচনি এলাকাজুড়ে মোটরসাইকেল শোডাউন করেন দুই উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

এসময় গাড়িতে উঠে হাত নেড়ে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও এমপি প্রার্থী মো. সামসুজ্জোহা খান। শোডাউনটি পত্নীতলা উপজেলার নজিপুর হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে নজিপুর বাসস্ট্যান্ড, পত্নীতলা উপজেলা শিবপুর, মধইল হয়ে ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন, ধামইরহাট বাজার, মঙ্গলবাড়ী বাজার, ফতেপুর হয়ে আবার পত্নীতলার নজিপুরে গিয়ে মিলিত হয়।

মোটরসাইকেল শোডাউনে উপস্থিত ছিলেন- জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি, ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এম.এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক আলহাজ মো. হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা, ধামইরহাট পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দসহ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/149188