ইসরায়েলের ‘যুদ্ধাপরাধ তদন্ত’ বাতিলের মার্কিন দাবি প্রত্যাখ্যান
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের দাবি মেনে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্ত বাতিল করবে না বলে ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। যুক্তরাষ্ট্রের হুমকি ও চাপের পরও প্রতিষ্ঠাতা চুক্তি সংশোধনের মার্কিন দাবিও প্রত্যাখ্যান করেছে সংস্থাটি। তবে তারা উদ্বিগ্ন বলেও জানিয়েছে।
মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি’র বার্ষিক সভার পর, আসেম্বলি অব স্টেটস পার্টিস (এএসপি) এক বিবৃতিতে রোম স্ট্যাটিউটের অখণ্ডতা রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে এবং কোর্টের ওপর হুমকি ও প্ররোচনামূলক পদক্ষেপের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই সভা অনুষ্ঠিত হয় এমন একটি সময়ে যখন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই আইসিসি’র সিনিয়র কর্মকর্তা, বিচারক ও প্রধান প্রসিকিউটর করিম খানকে অর্থনৈতিক ও ভিসা নিষেধাজ্ঞার মুখে ফেলেছে। তাছাড়া, ট্রাম্প প্রশাসন এএসপি সভার আগে কোর্টকে ইসরায়েল ও আফগানিস্তানের যুদ্ধাপরাধ তদন্ত বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করার চেষ্টা করেছিল।
সদস্য রাষ্ট্রগুলোকে রোম স্ট্যাটিউট সংশোধন করারও আহ্বান জানায় যুক্তরাষ্ট্র, যাতে কোনো অসদস্য দেশের নাগরিকদের বিচার করা না হয়। এ ধরনের কোনো সংশোধনী আমেরিকান ও ইসরায়েলি নাগরিকদের কার্যত আইনি সুরক্ষা দিত এবং একই সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধাপরাধ তদন্তও শেষ হয়ে যেত। তবে এএসপি’র চূড়ান্ত ঘোষণায় কেবল অসদস্য রাষ্ট্রের সঙ্গে সংলাপের প্রয়োজনীয়তার বিষয়টি উল্লেখ রয়েছে। কোর্টের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে এমন কোনো আলোচনা এখানে অন্তর্ভুক্ত নয়। সংস্থাটির এক কূটনীতিক বলেন, ‘যে কোনো সংশোধনী যা নিষেধাজ্ঞা রক্ষা করতে চায়, তা কোর্টকে আরও ক্ষতি করবে।’
সংস্থাটির কর্মকর্তারা ইতিমধ্যেই নিশ্চিত করেছেন যে কোর্ট নিষেধাজ্ঞার মোকাবিলা করতে প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করছে, তবে এ পদক্ষেপগুলো গোপন রাখা হবে যাতে কার্যকারিতা বজায় থাকে। এএসপি’র ঘোষণায় নির্বাচিত কর্মকর্তা ও নাগরিক সমাজ সংগঠনগুলোর বিরুদ্ধে প্ররোচনামূলক পদক্ষেপকে কড়া সমালোচনা করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/149161