‘ধুরন্ধর’ মুক্তির পর নতুন করে আলোচনায় রণবীর সিং

‘ধুরন্ধর’ মুক্তির পর নতুন করে আলোচনায় রণবীর সিং

বিনোদন ডেস্ক : রণবীর সিং অভিনীত স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’ মুক্তির পর থেকেই বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছে। প্রথম দিনেই ২৭ কোটি রুপি আয় করে দর্শক ও ট্রেড অ্যানালিস্টদের চমকে দেয় সিনেমাটি। বলা হচ্ছে এটা রণবীরের ক্যারিয়ারের সেরা ওপেনিং। দর্শকের চাহিদা মাথায় রেখেই মুম্বাইয়ের একাধিক প্রেক্ষাগৃহে সিনেমাটি টানা ২৪ ঘণ্টা দেখানো হয়েছে। 

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকেই  মুম্বাইয়ের বিভিন্ন হলে বাড়ানো হয় ‘ধুরন্ধর’-এর অতিরিক্ত শো। কিছু সিনেমা হলে রাত ১টা ৫০ মিনিতে শো যুক্ত করা হয় আবার কোনটায় ভোর ৬টায়। সব মিলিয়ে বলা যায় কিছু হলে সিনেমাটি প্রায় বিরতিহীনভাবে দেখানো হচ্ছে।

 আদিত্য ধর পরিচালিত এই ‘ধুরন্ধর’ প্রথম দিনের সংগ্রহ ২৭ কোটি রুপি, যা এই বছরের দ্বিতীয় বৃহত্তম হিন্দি ওপেনিং। এর আগে শিবাজী মহারাজ-ভিত্তিক ‘ছাভা’ ৩১ কোটি রুপি আয় করে শীর্ষে ছিল। যদিও অগ্রিম বুকিং ছিল মাত্র ১৪ কোটি, মুখে-মুখে প্রশংসা ছড়িয়ে পড়ায় হল ভর্তির হার দ্রুত বেড়ে যায়। তবে বক্স অফিসে ব্লক বুকিংয়ের অভিযোগ উঠলেও তা যাচাই হয়নি। ‘ধুরন্ধর’ সিনেমার গল্প মূলত দর্শককে টানছে। ২০০০-এর দশকের শুরুর পাকিস্তানকে কেন্দ্র করে নির্মিত এই স্পাই থ্রিলারে রণবীর সিং অভিনয় করেছেন এক ভারতীয় গুপ্তচরের চরিত্রে, যার দায়িত্ব লিয়ারি গ্যাং ধ্বংস করা। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘ধুরন্ধর’-এ আরও অভিনয় করেছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল এবং আর. মাধবন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/149157