গাজীপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কারখানার কর্মকর্তা নিহত
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাণ গেল সিদ্দিকুর রহমান (৫৭) নামে বিদ্যুৎ সরঞ্জাম তৈরির কারখানারকর্মকর্তার।
আজ শনিবার (৬ ডিসেম্বর) সকাল অনুমানিক সাড়ে ৭টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন মধুমিতা রোডের মাথায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত সিদ্দিকুর রহমান বরিশাল জেলার বাবুগঞ্জ থানার গাজীপুর গ্রামের মৃত ইসমাইল ফকিরের ছেলে।
তিনি গাজীপুর মহানগরীর মধুমিতা রোড আপন নীড় আবাসিক এলাকায় বসবাস করে ঢাকা কেরানীগঞ্জ এলাকায় বিদ্যুৎ সরঞ্জাম তৈরির কারখানায় চাকরি করতেন বলে জানা যায়।
নিহতের ছেলে নাহিদ হাসান জানান, শনিবার সকালে অফিসের উদ্দেশে বাসা থেকে বের হন তার বাবা সিদ্দিকুর রহমান। এসময় টঙ্গী পূর্ব থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মধুমিতা রোডের মাথায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা তার পথরোধ করে মূল্যবান মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। তখন ছিনতাইকারীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক মেহেদী হাসান ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ আতিকুর রহমান জানান, নিহদের মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
এদিকে কিছুদিন পরপর টঙ্গীর একই স্থানে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে একাধিক হত্যাকাণ্ডের ঘটনায় জন মনে দেখা দিয়েছে চরম উৎকণ্ঠা।
স্থানীয় মানবাধিকার কর্মী আসলাম মোড়ল জানান, টঙ্গীতে ঘটছে একের এক ছিনতাইয়ের ঘটনা। ছিনতাইকারীরা এতই বেপরোয়া যে দিন এবং রাতে যেকোনো সময় ছিনতাই করে যাচ্ছে। টঙ্গীর বাটা গেট, মধুমিতা, টঙ্গী বাজার এলাকায় গত দুই মাসে ছিনতাইকারীদের হামলায় প্রায় তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
টঙ্গীর মানুষ ছিনতাইকারীদের কবল থেকে দ্রুত মুক্তি চায় বলে দাবি করেন এই মানবাধিকার কর্মী।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/149156