বিশ্বকাপে ড্রয়ের পর আলচেলত্তি ‘বেশ শক্ত-যথেষ্ট কঠিন হতে যাচ্ছে’
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপের ড্রয়ে ব্রাজিল পড়েছে ‘সি’ গ্রুপে। গ্রুপ দেখে দলটির কোচ কার্লো আনচেলত্তি কিন্তু মোটেও স্বস্তিতে নেই। এই গ্রুপে রয়েছে ২০২২ সালে চমকে দেওয়া এবং একই আসরের সেমিফাইনালিস্ট মরক্কো! সেই দলটিকে একই গ্রুপে পড়াকে ‘কঠিন’ চ্যালেঞ্জ হিসেবে দেখছেন আনচেলত্তি। ব্রাজিলের ‘সি’ গ্রুপে আরও রয়েছে স্কটল্যান্ড ও হাইতিও। স্কটল্যান্ড ২৮ বছর পর বিশ্বকাপে ফিরছে, আর হাইতির একমাত্র বিশ্বকাপ ছিল ১৯৭৪ সালে-যেখানে তারা তিনটি ম্যাচেই হেরেছিল।
গ্রুপিং দেখে ব্রাজিলিয়ান টেলিভিশন চ্যানেল স্পোর্টভিকে আনচেলত্তি বলেছেন, ‘কাতার বিশ্বকাপে মরক্কো অসাধারণ খেলেছিল। স্কটল্যান্ড খুবই শক্ত দল, বেশ শক্ত-যথেষ্ট কঠিন হতে যাচ্ছে।’ ব্রাজিল তাদের অভিযান শুরু করবে ১৩ জুন মরক্কোর বিপক্ষে। ছয় দিন পর খেলবে হাইতির সঙ্গে, আর ২৪ জুন গ্রুপপর্বের শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে। আনচেলত্তির কথা, ‘আমাদের ভালোভাবে প্রস্তুত হতে হবে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করতে হবে।’ শেষ বিশ্বকাপের পর থেকে ব্রাজিল নিজের সেরা ফর্মে নেই। এই সময়ের মধ্যেই তারা চারজন কোচ বদলেছে। গত মার্চে বিশ্বকাপ বাছাইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে হেরেছে ৪-১ ব্যবধানে।
১৯৯৮ বিশ্বকাপে গ্রুপপর্বেও স্কটল্যান্ড ও মরক্কোর মুখোমুখি হয়েছিল ব্রাজিল। সেবার তারা ফাইনালে পৌঁছালেও ফ্রান্সের কাছে ৩-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে। সেই বিশ্বকাপে মরক্কোকে ৩-০ এবং স্কটল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল তারা। এর ছয় বছর পরে ইতিহাস গড়া এক ম্যাচে স্বাগতিক হাইতির বিপক্ষে ৬-০ গোলের বড় জয় উপহার দেয় ব্রাজিল। সেই দলে ছিলেন রোনালদো ও রোনালদিনহোর মতো তারকারা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/149146