খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ার সকল মসজিদে দোয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ার সকল মসজিদে দোয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় আজ বগুড়ার সকল মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়েছে। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুমা জেলার ১২টি উপজেলার মসজিদে জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও মুসল্লিরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

উত্তরবঙ্গের সবচেয়ে বড় কওমী জামিল মাদ্রাসায় দোয়া ও মোনাজাতে অংশ নেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটিন সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম প্রমুখ নেতৃবৃন্দ।

এদিকে শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বাদ জুমা মোনাজাতে অংশ নেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ, সহ-সভাপতি রাহাত আহমেদ রিটু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম প্রমুখ সহ মুসল্লিরা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/149108