বগুড়ায় ফেনসিডিলসহ একজন গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় ১০ বোতল ফেনসিডিলসহ বাচ্চু মিয়া (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর পৌনে ৫ টার দিকে ডিবি পুলিশের একটি দল শহরের উপকণ্ঠে বনানী টিএন্ডটি অফিস সংলগ্ন মহাসড়ক থেকে তাকে ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক কারবারি বাচ্চু মিয়া ঢাকার খিলগাঁও থানার নন্দীপাড়া এলাকার রুপ মিয়ার ছেলে। ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বনানী টিএন্ডটি অফিসের সামনে মহাসড়কে যানবাহন তল্লাশি শুরু করা হয়।
এ সময় কুড়িগ্রাম হতে ঢাকাগামী আহসান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ১০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/149104