বগুড়ার ধুনটে ইজতেমা ময়দানে হাজারো মুসল্লির জুমার নামাজ আদায়

বগুড়ার ধুনটে ইজতেমা ময়দানে হাজারো মুসল্লির জুমার নামাজ আদায়

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে তিন দিনব্যাপী সরুগ্রাম ইজতেমার দ্বিতীয় দিন ছিল গতকাল শুক্রবার। ইজতেমার ময়দানে একসঙ্গে জুমার নামাজ আদায় করেছেন হাজারো মানুষ। বৃহৎ জামাতে অংশ নিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন মুসল্লিরা। নামাজ শেষে দোয়া করেন দেশ ও জাতির মঙ্গলের জন্য। জুমা’র নামাজে অংশ নিতে সকাল থেকেই ইজতেমা ময়দানে মুসল্লিদের ঢল নামে।

জুমা’র নামাজের খুৎবা শেষে ইমামতি করেন মরক্কোর মেহমান মাওলানা শেখ মোহাম্মাদ। জুমা’র নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশে বয়ান পেশ করেন ঢাকা কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা ছামছুদ্দিন। আগামীকাল শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে। ঢাকার কাকরাইল মসজিদের মেহমানদের তত্ত্বাবধানে ইজতেমা পরিচালিত হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ ইজতেমা ময়দানে মুসল্লিদের অবস্থান নেয়ার জন্য অসংখ্য পয়েন্ট করা হয়েছে। প্রতিদিন ফজর, যোহর, আছর ও মাগরিবের নামাজের পর দেশ ও বিদেশের মুরব্বিরা বয়ান পেশ করছেন। ইজতেমায় বেশীর ভাগ বয়ান বাংলা ভাষায় করা হচ্ছে। এছাড়াও বিদেশী মুরব্বিরা আরবি ও ইংরেজি ভাষায় বয়ান করছেন। সেগুলো দোভাষীর সাহায্যে বাংলায় অনুবাদ করে মুসল্লিদের শোনানো হচ্ছে।

ইজতেমা আয়োজক কমিটির সদস্য হুমায়ন কবির জানান, ইজতেমা ময়দানে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য স্বেচ্ছাসেবক দল কাজ করছেন। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সব সময় সহযোগিতা করে যাচ্ছেন।

এখানে অবস্থান নেয়া মুসল্লিদের জন্য গোসল, টয়লেট ও ওযুর জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। টঙ্গী বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে ইজতেমা থেকে জামাত তৈরি করে দেশের বিভিন্ন প্রান্তে দাওয়াতি কাজে বেড়িয়ে পড়বে বলে আশা করছেন তারা।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে মুসল্লিরা ইজতেমা ময়দানে অবস্থান করছেন। নিরাপত্তার জন্য তিন স্তরের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/149102