ব্রাজিলিয়ানের জোড়া গোল ও রাকিবের তিন অ্যাসিস্টে কিংসের বড় জয়

ব্রাজিলিয়ানের জোড়া গোল ও রাকিবের তিন অ্যাসিস্টে কিংসের বড় জয়

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ফুটবল লিগে ব্রাদার্স ইউনিয়নকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। দলের বড় জয়ে ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েলতনের জোড়া গোলের পাশাপাশি রাকিব তিন ‘অ্যাসিস্ট’ করে ভূমিকা রাখেন।

মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শুক্রবার (৫ ডিসেম্বর)  দোরিয়েলতন ছাড়াও বাকি তিন গোলদাতা ফয়সাল আহমেদ ফাহিম, ইমানুয়েল সানডে ও  মোহাম্মদ সোহেল রানা।

পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে অজেয় থেকে শীর্ষেই আছে কিংস। দ্বিতীয় হারের দেখা পাওয়া ব্রাদার্স ৭ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।

শুরুতে কিংস গোল পায়নি। গোলকিপার ইশাক আলি আর রক্ষণের দৃঢ়তায় রাকিব- ফাহিমরা গোল দিতে পারেনি। পোস্ট ভালোভাবেই আগলে রাখছিল ব্রাদার্স।

কিংস ৩৩ মিনিটে ভালো সুযোগ পেলেও   দোরিয়েলতন তাড়াহুড়ো করে ঠিকঠাক শট নিতে পারেননি।

 

৯ মিনিট পর আর গোলমুখ অক্ষত রাখা যায়নি। ডান দিকের বাইলাইনের একটু ওপর থেকে বক্সে ক্রস বাড়ান রাকিব, লাফিয়ে হেডে কিংসকে এগিয়ে নেন দোরিয়েলতন।

প্রথমার্ধের যোগ করা সময়ে তালগোল পাকিয়ে নেপালি ডিফেন্ডার আরিক বিস্তা বল হারান দোরিয়েলতনের কাছে। কিছুটা এগিয়ে বক্সে ঢুকে এই ব্রাজিলিয়ানের নেওয়া শট ইসাক দারুণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে আটকালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি শটে জাল খুঁজে নেন  ফাহিম।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাদার্সকে আরও চাপে রাখে কিংস। এক ডিফেন্ডারকে কাটিয়ে ডান দিক দিয়ে বক্সে ঢুকে, বাইলাইনের একটু উপর থেকে কাট ব্যাক করেন রাকিব, নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন সানডে।

৫৪ মিনিটে আবারও গোল হজম করে ব্রাদার্স। এবারও নেপথ্যের কারিগর রাকিব। দোরিয়েলতনের থ্রু পাস ধরে একটু ছুটে বক্সে ঢুকে কাটব্যাক করেন এই ফরোয়ার্ড, সোহেল রানার শটে তেমন গতি না থাকলে বল এক ডিফেন্ডারের গায়ে লেগে কিছুটা দিক পাল্টে জালে জড়ায়।

৭৭ মিনিটে শাহরিয়ার ইমনের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করে দোরিয়েলতন।

শেষ দিকে জামাল ভূঁইয়ার কর্নারে মোজাম্মেল হোসেন নীরার হেডে ব্যবধান কমে। এছাড়া এর আগে ম্যাচে জামালের দারুণ এক ফ্রি কিক আনিসুর রহমান জিকো বা দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/149070