জাস্টিন-কেটি পেরির প্রেমে সিলমোহর জাপানের সাবেক প্রধানমন্ত্রীর

জাস্টিন-কেটি পেরির প্রেমে সিলমোহর জাপানের সাবেক প্রধানমন্ত্রীর

পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেমের খবর এখন আর গুঞ্জনে সীমাবদ্ধ নেই; এবার অনেকটা আনুষ্ঠানিকভাবেই নিশ্চিত হলো তাদের প্রেমের বিষয়টি। সম্প্রতি জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও তার স্ত্রী ইউকোর সঙ্গে এক কূটনৈতিক মধ্যাহ্নভোজে চর্চিত প্রেমিকা কেটি পেরিকে নিয়ে যান জাস্টিন ট্রুডো। আর বিষয়টি প্রকাশ হতেই এই যুগলের সম্পর্কের খবর প্রকাশ্যে এলো। 

সম্প্রতি তাদের সাক্ষাতের একটি ছবি এক্স প্ল্যাটফর্মে ভাগ করে নেন জাস্টিন ট্রুডো নিজে। তাতে দেখা যায়, জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও তার স্ত্রী ইউকোর সঙ্গে যুগলবন্দি হয়ে দাঁড়িয়েছেন কেটি পেরি-ট্রুডো। সেই পোস্টে কানাডার সাবেক প্রধানমন্ত্রী লেখেন, ‘কেটি এবং আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমরা আনন্দিত।’

ছবিতে দেখা যায়, পেরি একটি সবুজ রঙের দুই-টুকরার পোশাকের সঙ্গে কালো টাইটস, একটি টার্টলনেক এবং বুটস পরেছেন। কিশিদা ও তার স্ত্রীর সঙ্গে পোজ দেওয়ার সময় তিনি ট্রুডোর পেছনে হাত রাখেন। ট্রুডো পরেছিলেন ধূসর রঙের স্যুট, যা তাকে রাষ্ট্রনায়কের আনুষ্ঠানিক রূপে ফিরিয়ে এনেছে। কিশিদা এই পোস্টে মন্তব্য করে লেখেন, ‘ধন্যবাদ, জাস্টিন। আপনার ও কেটির এই সফর শুভ হোক!’

জাস্টিন ট্রুডোর এই পোস্টটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই তোলপাড় শুরু হয় নেটমাধ্যমে। নেটিজেনরা ইতিহাসের সবচেয়ে অদ্ভুত প্রেমের ঘোষণা হিসেবে অভিহিত করেন। জানা যায়, টোকিওতে ফুমিও কিশিদার সঙ্গে মধ্যাহ্নভোজের জন্য কেটি পেরি তার ‘দ্য লাইফটাইমস ওয়ার্ল্ড ট্যুর’ কনসার্ট সাময়িকভাবে স্থগিত রেখেছিলেন। 

জনপ্রিয় পপ তারকা কেটি পেরির সঙ্গে জাস্টিন ট্রুডোর সম্পর্ক নিয়ে আলোচনা পুরোনো নয়। এই জুটিকে প্রথম একসঙ্গে দেখা যায় গত জুলাইয়ে, কানাডার মন্ট্রিয়ালের একটি নৈশভোজে। এরপর ট্রুডো কানাডায় কেটি পেরির হাউসফুল ‘লাইফটাইমস ট্যুর’-এর একটি অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন।

এদিকে, দীর্ঘ সাত বছরের সম্পর্ক এবং ছয় বছরের বাগদান শেষে কেটি পেরি অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে চলতি বছরের জুনে বিচ্ছেদ ঘটান। ২০১৬ সালে তারা প্রেম শুরু করেন এবং ২০২০ সালের আগস্টে তাদের মেয়ে ডেইজি ডোভের জন্ম হয়। তাদের এক সূত্র জানিয়েছে, তারা বন্ধুত্বপূর্ণভাবে সন্তানের যৌথ অভিভাবকত্ব করছেন।

অন্যদিকে, জাস্টিন ট্রুডো দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের পর ২০২৩ সালের আগস্টে স্ত্রী সোফি গ্রেগোয়ারের সঙ্গে তার বিচ্ছেদের ঘোষণা দেন। তাদের তিন সন্তান- ১৭ বছর বয়সী জাভিয়ের, ১৬ বছর বয়সী এলা-গ্রেস এবং ১১ বছর বয়সী হাড্রিয়েন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/149062