পিঠা খেতে ঢাকা ছাড়লেন পরীমণি

পিঠা খেতে ঢাকা ছাড়লেন পরীমণি
শীতকাল মানেই শিশির ভেজা ঘাস, কুয়াশাচ্ছন্ন সকাল। কনকনে শীতে চারিদিক ঢেকে রাখে ঘন কুয়াশা। এ সময় পিঠার স্বাদ নিতে ঢাকা থেকে অনেকেই গ্রামে গিয়ে থাকেন। আর সাধারণের মতো ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণিও পিঠা খেতে ঢাকা ছাড়লেন। 
 
আজ শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরেই ঢাকা ছাড়েন এই নায়িকা। মাঝপথে পরীমণি তার অফিসিয়াল ফেসবুক পেজে বেশ কিছু ছবি পোস্ট করে জানান দিলেন তার ভ্রমণের ভ্রমণের কথা।
 
ফেসবুক পোস্টে ছবিতে দেখা যায়, নায়িকা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাড়ি থেকে নেমেছেন। শুভ্র সাদা রঙের একটি গাড়ির সামনে দাঁড়িয়ে তিনি বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলছেন। কোনো ছবিতে তাকে হাসিখুশি মুখে হাত উঁচিয়ে ভি সাইন দিতে দেখাতে দেখা যায়, আবার কোনো ছবিতে তাকে আনন্দে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। 
ফেসবুক পোস্টে আরও দেখা যায়, নায়িকার পরনে ছিল জিন্স, টি শার্ট ও জ্যাকেট। পেছনে সবুজ গাছপালা ও পরিষ্কার নীল আকাশ ছবিগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ছবির ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘ভালো থেকো আমার প্রিয় শহর! যাই, একটু পিঠা খেয়ে আসি!’
 
পরীমণির এই ছবিটি নজর কেড়েছে ভক্তদের। মুহূর্তেই তা হাজার হাজার লাইক ও মন্তব্যে ভরে উঠেছে। নেটিজেনদের অনেকের অনুমান, নিজের গ্রামের বাড়ি বরিশালের দিকে সম্ভবত রওনা হয়েছেন নায়িকা; সেখানেই শীতকালীন পিঠা খেতে যাচ্ছেন তিনি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/149051