চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে দুর্ঘটনায় নিহত ১
চট্টগ্রামের হাটহাজারীতে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন আহত হয়েছে।
আজ শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফরহাদাবাদ স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. কাউসার চাঁদপুর শহরের নতুনপাড়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে, পেশায় মাইক্রোবাস চালক।
জানা গেছে, ভোরে ফটিকছড়ির নারায়ণহাটের বিদেশ ফেরত যাত্রী আনতে চট্টগ্রাম বিমানবন্দরের উদ্দেশ্যে মাইক্রোবাস নিয়ে রওনা হন মো. কাউসার। পথে ফরহাদাবাদ স্কুল এলাকায় বিপরীতদিক থেকে আসা দ্রুতগতিতে একটি মিনি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তার মাইক্রোটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দু’টি গাড়িই দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে চালক মো. কাউসার নিহত হন। দুর্ঘটনায় পাঁচযাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।